Sunday, August 16, 2015

'বয়স্ক-সমস্যা'

প্রতিদিন সকালে খবরের কাগজ পড়া, রেডিওয় শোনা, টিভিতে দেখা, কখন থেকে যে আমার দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে তা মনে করে বলা যাবেনা। তবে ইদানিং এসবের থেকে তৈরী হওয়া প্রতিক্রিয়া জানাবার সুযোগ কমে গেছে নিছকই প্রাকৃতিক নিয়মে আমার বয়স বেড়ে যাওয়ায়।
বিতর্কে অংশগ্রহণের সুযোগ আগের মতন নেই। বিতর্কস্থলের অভাব, ইচ্ছুক সমবয়সীর অভাব।

No comments: